নতুন বিভাগ

নতুন চার বিভাগ খুললো বাংলাদেশ ব্যাংক
অর্থপাচার ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগসহ প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ খুলেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নতুন খোলা অন্য বিভাগগুলোর মধ্যে রয়েছে- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট। আগে থেকেই কেন্দ্রীয় ব্যাংকে ৬১টি বিভাগ চালু রয়েছে। নতুন চারটি বিভাগসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগ সংখ্যা দাঁড়াল ৬৫-তে।
নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন বিভাগ গঠনের উদ্দেশ্য ব্যাংক পরিদর্শন ও পরিপালন সংক্রান্ত কার্যক্রম অধিকতর গতিশীলকরণ; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা।
এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদন এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত প্রবিধি ও নীতি প্রণয়নসহ এ সংক্রান্ত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডসমূহ বাস্তবায়ন।
এমআর

যবিপ্রবিতে যুক্ত হলো নতুন তিন বিভাগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যুক্ত হচ্ছে নতুন তিনটি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে নতুন তিনটি বিভাগ খোলার অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিভাগ তিনটি হলো: বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস এবং হিউম্যানিটিস (নন ডিগ্রি)। এর মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে হিউম্যানিটিস (নন ডিগ্রি) বিভাগ যুক্ত হবে।এই ৩টি বিভাগ যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট বিভাগের সংখ্যা হলো ৩০টি।
যুক্ত হওয়া নতুন তিনটি বিভাগের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অনুমোদিত বিভাগ তিনটির মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভাগটিতে ইতোমধ্যে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দিনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগে এবছর জনবল নিয়োগ দিয়ে আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আমরা এ দুটি বিভাগে জনবল নিয়োগের অনুমোদন পেয়েছি। আর নন ডিগ্রি ডিপার্টমেন্টের অধীনে বাংলাদেশ স্টাডিজের মতো কমন বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিভাগের অধীনে কোনো শিক্ষার্থী ভর্তি হবে না। এ বিভাগটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে থাকবে।
উল্লেখ্য যবিপ্রবিতে ইতিপূর্বে ৭টি অনুষদের অধীনে ২৬টি বিভাগ ও সদ্য যুক্ত হওয়া যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের অধীনে ১০ টি বিভাগ রয়েছে। তবে অন্যান্য অনুষদের মতো বিভাগ থেকে ডিগ্রি প্রদান না করে ভেটেরিনারি অনুষদ থেকে ডিগ্রি প্রদান করা হয়ে থাকে।
এমআর
আপনার অনুসন্ধানকৃত ডাটা খোঁজে পাওয়া যায়নি
